বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে দারুণ ছন্দে আছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি।
বিপিএলের চলতি আসরে ৭ ম্যাচে ৩০৪ রান করে শীর্ষে রয়েছেন সাকিব। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে নাসির হোসেনের সংগ্রহ ২৯১ রান।
সাকিবের ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ভারত সিরিজে শর্ট বলে সাকিব একটু স্ট্রাগল করেছিল। সে এরপর স্টান্সটা কিছুটা পরিবর্তন করেছে। এর জন্য এখন সে উইকেটের চারপাশে শট খেলতে পারছে।
বিপিএলে সাকিবের পারফরম্যান্স নিয়ে সিলেট সিক্সার্সের অধিনায়ক মাশরাফি আরও বলেন, সাকিবের মতো প্লেয়ারদের কাছ থেকে অবাক হওয়ার কিছু নয়। কারণ বিশ্বমানের খেলোয়াড়েরা নিজেদের উপায় বের করে নেয়। সাকিব এর চেয়েও ভালো কিছু করলে অবাক হওয়ার কিছু নেই। সাকিবের কাছে আপনি আশা করেন যে সে কিংয়ের মতো আসবে এবং কিংয়ের মতো পারফর্ম করবে।