Logo
Logo
×

খেলা

বাবর আজমের কীর্তি, প্রশংসায় ভাসালেন সতীর্থরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৬:১২ পিএম

বাবর আজমের কীর্তি, প্রশংসায় ভাসালেন সতীর্থরা

ক্রিকেটের তিন ফরমেটে বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন বাবর আজম। এই অর্জনে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত-শুভাকাঙক্ষী থেকে শুরু করে তার সতীর্থরা।

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম এবার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন। এর আগেই তিনি আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। এবার তিন ফরম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নিলেন পাক অধিনায়ক। 

অর্থাৎ ২০২২ সালের সার্বিক পারফরম্যান্সের নিরিখে বাবর এ বছর তার ঝুলিতে জোড়া খেতাব ভরলেন।

আজ বৃহস্পতিবার আইসিসি ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ঘোষণা করে। বর্ষসেরা ক্রিকেটার হতে বেন স্টোকস, সিকান্দার  রাজা, টিম সাউদির মতো তারকাদের পেছনে ফেলতে হয়েছে বাবরকে।

ক্রিকেট পাকিস্তানের মতে, ২০২২ সালটি বাবর আজমের জন্য স্বপ্নের মতো কেটেছে। ব্যাট হাতে যেমন ছিলেন ধারাবাহিক, তেমনি নেতৃত্বেও দুর্দান্ত সাফল্য পেয়েছেন তিনি। ডানহাতি এই পাক তারকা ব্যাটার গত বছর তিন ফরম্যাট মিলিয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন। সর্বমোট রান করেছেন ২ হাজার ৫৯৮। যার গড় ৫৪ দশমিক ১২। এর মধ্যে ৮টি শতক ও ১৫টি অর্ধশতক রয়েছে। গত বছর টেস্ট, ওয়ানডে ও টি২০ মিলিয়ে খেলা ৪৪টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে পাকিস্তান। যেখানে ছিল বাবরের চৌকস নেতৃত্ব। সেই নৈপুণ্যের পুরস্কারও পেলেন তিনি।

২৮ বছর বয়সি বাবরের নেপূন্যের প্রশংসা করেছেন তার সতীর্থরা। তারা ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়েছেন। বাবরের অর্জনে পেসার হারিস রউফ এবং অলরাউন্ডার শাদাব খান অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন। তারা তাকে ক্রিকেটের রাজা হিসেবে উল্লেখ করেছেন। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম