২০২২ কাতার বিশ্বকাপে নজরকাড়া ফুটবল খেলেছেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। তারই পুরস্কার পেলেন পিএসজির এই খেলোয়াড়। আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের মুকুট উঠেছে তার মাথায়।
রোববার সৌদি আরবের রিয়াদে ‘জয় অ্যাওয়ার্ডস সেরিমনি’ অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। মায়ের সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন রিয়াল মাদ্রিদের এই সাবেক রাইট-ব্যাক।
মরক্কো জাতীয় দলের হয়ে ২০ ম্যাচে তিন গোল করা হাকিমির জন্ম স্পেনে। গতি, দৌড় ও গোল করার জন্য খ্যাতি রয়েছে ফুটবলবিশ্বের অন্যতম সেরা রাইট-ব্যাক হাকিমির। কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসাবে সেমিফাইনালে খেলেছে তার দেশ মরক্কো।