যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ব্রাজিলয়ান তারকা ফুটবলার দানি আলভেসের সঙ্গে চুক্তি বাতিল করেছে মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএম। এমনটি জানিয়েছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম।
আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ৩০ ডিসেম্বর স্পেনের বার্সেলোনার একটি নৈশ ক্লাবে অনুমতি ছাড়াই এক নারীকে স্পর্শ করেছিলেন। সেই অভিযোগ আমলে নিয়ে সাবেক বার্সেলোনা তারকার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে স্পেনে।
শুক্রবার সকালে সাক্ষ্য দিতে আলভেস বার্সেলোনার থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে পুলিশ।
শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসা আলভেসকে এখন আদালতে তোলা হবে। আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে ৪৩ শিরোপা জয়ের রেকর্ড তার।
গ্রেপ্তার হওয়ার পরপরই আলভেসের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে তার ক্লাব পুমাস।
এক বিবৃতিতে ক্লাবটির সভাপতি লিওপোলদো সিলভা বলেন, ক্লাবের চেতনা ও মূল্যবোধের বিপক্ষে যায় এমন কোনো কাজ ক্লাবের কোনো ফুটবলাররা করলে তা মেনে নেয়া হবে না।
ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে ক্লাবটির চুক্তি ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৩টি। ৫টি গোলে সহায়তা করলেও কোনো গোল পাননি।