ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেজকে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
স্পেনে পুলিশের হাতে স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি গ্রেফতার হন। খবর আলজাজিরার।
ওই তরুণীর অভিযোগ, বার্সেলোনা কিংবদন্তি আলভেজ গত ৩০ ডিসেম্বর একটি নৈশ ক্লাবে অনুমতি ছাড়াই তার অন্তর্বাসের ভেতরে হাত ঢুকিয়ে দেন আলভেস।
তবে অভিযোগ অস্বীকার করেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তার মুখপাত্র বলেছেন, আসলে এ রকম কিছুই ঘটেনি।
স্পেনের সংবাদমাধ্যমগুলো বলছে, বার্সেলোনার জনপ্রিয় সাটন নাইট ক্লাবে বন্ধুবান্ধবদের নিয়ে বছর শেষের উদযাপনে গিয়েছিলেন দানি আলভেজ। ওই সময় তিনি সম্মতি ছাড়াই এক নারীর অন্তর্বাসের ভেতর হাত ঢুকিয়ে দেন বলে অভিযোগ।
ঘটনার আকস্মিকতায় প্রথমে ঘাবড়ে যান ওই তরুণী। পরে বন্ধু ও নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন তিনি। কিছু সময়ের মধ্যেই নাইট ক্লাব ছাড়েন দানি আলভেজ।
একপর্যায়ে দানি আলভেজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন ওই তরুণী। বার্সেলোনার আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, আলভেজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে।
ইউরোপা প্রেসের উদ্ধৃতি দিয়ে ফোর্বস তাদের প্রতিবেদনে লিখেছে, মোসোস দি’এসকুয়াদ্রা কাতালান পুলিশ ৩৯ বছর বয়সী এই ফুটবলারকে গ্রেফতার করে বার্সেলোনার আদালতে নিয়ে গেছে। সেখানে বিচারকের সামনে তাকে তোলা হবে।
বিচারক সিদ্ধান্ত দেবেন যৌন হয়রানির তদন্ত চলাকালীন আলভেসকে জামিন দেওয়া হবে নাকি কারাগারে রাখা হবে।
গত সপ্তাহে আন্তেনা থ্রি-কে দেওয়া সাক্ষাৎকারে নাইট ক্লাবে থাকার কথা স্বীকার করলেও ওই ধরনের কোনো ব্যবহার করার কথা অস্বীকার করেন আলভেস।
তিনি বলেন, আমি নাচছিলাম এবং কাউকে কোনোভাবে আক্রমণ না করেই ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না ওই নারী কে…আমি কিভাবে একজন নারীর সঙ্গে এটা করব?
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেন আলভেস। ওই ম্যাচে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক বনে যান ৩৯ বছর বয়সী এই ফুটবলার।