প্রতারকের ফাঁদে পরে বোল্টের ১২ মিলিয়ন ডলার হাওয়া!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৯:৪৯ এএম
আর্থিক প্রতারণার ফাঁদে পড়ে বিপুল অর্থ খোয়ালেন অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট। এক ধাক্কায় ১২.৭ মিলিয়ন ডলার খোয়া গেছে তার।
জ্যামাইকার একটি ফার্মে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন বোল্ট। এখন সেই অ্যাকাউন্ট ফাঁকা।
গোটা ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বোল্টের আইনজীবী।
আটটি অলিম্পিক স্বর্ণজয়ী বিশ্বের সাবেক দ্রুততম স্প্রিন্টার বোল্টের আইনজীবী জানিয়েছেন, ‘বোল্টের সারা জীবনের উপার্জনের অনেকটাই জমা ছিল ওই অ্যাকাউন্টে।
অবসরের পরেও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছেন তিনি। আর্থিক প্রতারণায় পড়ে তার অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হয়ে গেছে। মাত্র ১২ হাজার ডলার রয়েছে সেখানে।’