২০২০ সালের ৬ মার্চ জাতীয় দলের হয়ে সবশেষ খেলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে ঘরোয়া লিগে নিয়মিত খেলে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক। ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য দিতে চান তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে ধারাভাষ্য দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাশরাফির সঙ্গে আলাপচারিতায় অ্যামব্রোস বলেন, ক্রিকেট অনেক পাল্টে গেছে। আমি যখন খেলেছি তখন ভিন্নরকম ছিল। অবশ্য তখন টি-টোয়েন্টি ছিল না। শুধুমাত্র ওয়ানডে ও টেস্ট ছিল। এখন খেলার ধরনও বদলে গেছে। বলতে দ্বিধা নেই, খেলাটা এখন ব্যাটারদের হয়ে গেছে। তারা প্রভাবশালী, বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে গেছে।
অ্যামব্রোসের সঙ্গে কথোপকথনে মাশরাফি বিন মুর্তজা বলেন, এমনকি টেস্ট ম্যাচে প্রচুর রান হয়। ৪০০-৫০০ রান হচ্ছে।
কার্টলি অ্যামব্রোস: আমি জানি। এটা সত্যিই পাগলাটে।
মাশরাফি বিন মুর্তজা: আমি কিন্তু তোমাকে ১৯৯৯ সালে ঢাকায় বোলিং করতে দেখেছি। তুমি কি এখন ধারাভাষ্যটাকে পেশা হিসেবে নিয়েছ?
কার্টলি অ্যামব্রোস: কয়েক বছর আগে আমি ধারাভাষ্য দেওয়া শুরু করি।
মাশরাফি বিন মুর্তজা: এখন?
কার্টলি অ্যামব্রোস: খুব বেশি না।
মাশরাফি বিন মুর্তজা: জানো কেন তোমাকে আমি এটা জিজ্ঞেস করছি?
কার্টলি অ্যামব্রোস: কেন?
মাশরাফি বিন মুর্তজা: কারণ তোমার সঙ্গে শিগগিরই সেখানে (কমেন্ট্রিবক্সে) দেখা হবে। নিজের ইংরেজি পোক্ত করার চেষ্টায় আছি।