Logo
Logo
×

খেলা

লিটনের ব্যাটিং তাণ্ডবে থামল সিলেটের জয়রথ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১০:০৩ পিএম

লিটনের ব্যাটিং তাণ্ডবে থামল সিলেটের জয়রথ

লিটন দাসের ব্যাটিং তাণ্ডবে থামল সিলেট সিক্সার্সের জয়ের রথ। ১৩৪ রানের টার্গেট তাড়ায় ৪২ বলে সাত চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন।  

বিপিএলের চলতি আসরে মঙ্গলবারের আগে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে টানা জয় পায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। 

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় সিলেট। ৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দলটি। 

সেই অবস্থা থেকে দলকে টেনে তুলেন সিলেটের দুই বিদেশি বোলার শ্রীলংকার থিসারা পেরেরা ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম। অষ্টম উইকেটে তারা ৬৩ বলে ৮০ রানের অবিচ্ছিন্ন ‍জুটি গড়েন। তাদের দায়িত্বশীলতায় ৭ উইকেটে ১৩৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট। 

দলের হয়ে ৩১ বলে দুই চার আর সমান ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৪৩ রান করেন থিসারা পেরেরা। ৩৩ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ৪০ রান করেন ইমাদ ওয়াসিম। ১৫ বলে ১৬ রান করেন মুশিফুর রহিম। ১৯ বলে ১৩ রান করেন নাজমুল হোসেন শান্ত। 

ওপেনার মোহাম্মদ হারিস, আকবর আলী, জাকির হাসান, শরিফুল্লাহ ও মাশরাফি বিন মুর্তজা যথাক্রমে ৭, ১, ৯, ১ ও ০ রানে আউট হন।

টার্গেট তাড়ায় ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান ওপেনার লিটন কুমার দাস। তিনি ৪২ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে ১৪.৩ ওভারে দলীয় ১১১ রানে ফেরেন। এরপর দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জেসন চার্লস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম