Logo
Logo
×

খেলা

শাস্তি হতে পারে মার্তিনেজের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৬:৪৩ পিএম

শাস্তি হতে পারে মার্তিনেজের

লিওনেল মেসির নেতৃত্বে গত মাসে শেষ হওয়া কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ৩৬ বছরের খরা কাটাল আর্জেন্টাইনরা। 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার বুদ্ধিদীপ্ততায় ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা। 

দেশকে বিশ্বকাপ উপহার দিয়ে হিরো বনে যাওয়া মার্তিনেজ নিজের অশ্লীল অঙ্গভঙ্গির কারণে নায়ক থেকে খলনায়ক হয়ে গেছেন। 

ফাইনালে গোল্ডেন গ্লাভস উপহার পেয়ে বিতর্কিত উদযাপন করে কঠোর সমালোচনার মুখে পড়েন মার্তিনেজ। 

শুধু মার্তিনেজই নন, ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল পুরো আর্জেন্টিনা দল। কয়েক দিন আগে ফাইনাল নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। তাতে আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। 

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘আর্জেন্টিনা নীতিমালার ১১ ও ১২ নম্বর ধারা ভেঙেছে। ১১ নম্বর ধারা অনুযায়ী আক্রমণাত্মক আচরণ ও ফেয়ারপ্লের নীতিমালা লঙ্ঘন এবং ১২ নম্বর আইন অনুযায়ী খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ৪৪ ধারা অনুযায়ী ২০২২ বিশ্বকাপের নিয়মনীতি না মেনে চলারও অভিযোগ উঠেছে আকাশি-নীলদের বিরুদ্ধে।’ কি শাস্তি দেওয়া হবে তা জানানো হয়নি। এমনকি আর্জেন্টিনা, মার্তিনেজ কেউই শাস্তি পাননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম