জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগেই নড়াইল-২ আসন থেকে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি হন এই তারকা পেসার।
সংসদ সদস্য হলেও এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিপিএলের চলতি আসরে সিলেট সিক্সার্সের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট নিজেদের টানা পঞ্চম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৫ উইকেটে জয় লাভ করে।
এদিন খেলা চলা অবস্থায় মাশরাফিকে একটু ছুঁয়ে দেখার জন্য এক সমর্থক ভোঁ দৌড়ে মাঠের মাঝখানে গিয়ে প্রিয় তারকাকে জড়িয়ে ধরেন। ঘটনাটি ঘটে ঢাকা ডমিনেটর্সের ইনিংসের ষষ্ঠ ওভারে।
পরে পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে। খেলা চলার সময় মাঠে দর্শকের ঢুকে পড়া নিরাপত্তা বিঘ্নিত করে। এতে কোনো অপ্রীতিকর ঘটনার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
ঘরোয়া ক্রিকেটে দর্শকের মাঠে ঢুকে পড়া এবারই প্রথম নয়। মাশরাফিকে এর আগেও একটি আন্তর্জাতিক ম্যাচের সময় একবার এক ভক্ত জড়িয়ে ধরেছিলেন। সেই ঘটনা ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সাকিব আল হাসানকেও জড়িয়ে ধরতে দেখা গেছে ভক্তদের।