Logo
Logo
×

খেলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দেবে আফগানিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৭:০৮ পিএম

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দেবে আফগানিস্তান

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থমকে গেছে মেয়েদের ক্রিকেট। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার দরজাও। 

নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপের কারণে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে মার্চে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজটি বাতিল করে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, মার্চ মাসে আফগানিস্তান সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু তারা হঠাৎ করেই সফর বাতিল করে; যা খুবই দুঃখজনক। আমরা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ করব। 

এসিবি আরও জানায়, রাজনীতির সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। খেলাধুলাকে রাজনীতিকরণ করার একটি দুর্ভাগ্যজনক প্রচেষ্টা চলছে। 

অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায় আফগানিস্তানের তারকা পেসার নবীন-উল-হক এবং অধিনায়ক রশিদ খান ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে না খেলার সিদ্ধান্ত নেন।

সূত্র: জিও সুপার
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম