Logo
Logo
×

খেলা

কোহলির চার বাঁচাতে গিয়ে সংঘর্ষ (ভিডিও) 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৭:৫৮ পিএম

কোহলির চার বাঁচাতে গিয়ে সংঘর্ষ (ভিডিও) 

বাউন্ডারি বাঁচাতে গিয়ে সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীলংকার দুই ক্রিকেটার। আহত হয়ে মাঠেই ব্যথায় ছটফট করতে থাকেন তারা। লংকান দলের ফিজিওকে মাঠে আসতে হয়। 

পরে দুটি স্ট্রেচারে করে তাদের মাঠের বাইরে নিয়ে যেতে হয়। রোববার তিরুবনন্তপুরমে ভারত-শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় খেলায় এমন ঘটনা ঘটে। 

ঘটনাটি ঘটে ৪২.৫ ওভারে। চামিকা করুণারত্নের বলে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ডিপ মিডউইকেট অঞ্চল দিয়ে শটটি খেলেন। বল যাচ্ছিল সোজা বাউন্ডারির দিকে। জেফরি ভ্যান্ডারসে ও বান্দারা দুইজনেই বল আটকানোর চেষ্টা করেন। দুই জনেরই চোখ ছিল বলের দিকে। স্বাভাবিকভাবেই দুইজনের মধ্যে মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়। 

একজন স্লাইড করে চার বাঁচাতে গিয়েছিলেন, অন্যজন নিচু হয়ে চার বাঁচাতে গিয়ে তার গায়ে উঠে পড়েন। দুইজনের মধ্যে সজোরে ধাক্কাধাক্কি হওয়ায় গুরুতর চোট লাগে। ভ্যান্ডারসে মাথায় আঘাত পান। আর বান্দারা পায়ে আঘাত পান। 

তবে শেষপর্যন্ত দুইজনের কেউই চার রান বাঁচাতে পারেননি। উল্টে আহত হয়ে মাঠ ছাড়েন। সেই চারে কোহলি ৯৯ রানে পৌঁছে যান। ওভারের শেষ বলে ১ রান নিয়ে নিজের ৪৬তম ওডিআই সেঞ্চুরি পূরণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম