১৭৮ বলের ইনিংসে ৮১ চার ও ১৮ ছক্কায় শেষ পর্যন্ত অপরাজিত ৫০৮ রানে।
৪০ ওভারের ক্রিকেটে অবিশ্বাস্য এ ইনিংস খেলেছে ১৩ বছর বয়সি স্কুলছাত্র যশ চাবদে।
সীমিত ওভারের ক্রিকেটে ভারতের কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম ৫০০ রানের ইনিংস। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মহারাষ্ট্রের সরস্বতী বিদ্যালয়ের ছাত্র চাবদা রেকর্ড গড়া ইনিংসটি খেলেছে মুম্বাই ইন্ডিয়ানস জুনিয়র আন্তঃস্কুল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৪)।
পরিসংখ্যানবিদ মোহন দাস মেনন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, শ্রীলংকার চিরাত সেল্লেপুরামার পর চাবদেই সীমিত ওভার ক্রিকেটে ৫০০ রান করা দ্বিতীয় ব্যাটসম্যান। সেল্লেপুরামা গত বছরের আগস্টে শ্রীলংকার অনূর্ধ্ব-১৫ স্কুল ক্রিকেটে ৫৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিল।
ইনিংসে ৫০০ বা এর বেশি রান করা ব্যাটসম্যানদের তথ্য তুলে ধরে মেনন বলেন, আমার কাছে থাকা তথ্যমতে, ক্রিকেটের সব সংস্করণ আর বয়সভিত্তিক দলের মধ্যে ৫০০ রানের বেশি রান করা দশম ব্যাটসম্যান চাবদে। এর মধ্যে ভারতের পাঁচজন। অন্য চারজন হচ্ছেন— প্রণব ধনাওয়াড়ে (১০০৯), প্রিয়াংসু মোলিয়া (৫৫৬), পৃথ্বী শ (৫৪৬) ও ড্যাডি হাভেওয়ালা (৫১৫)।