শ্রীলংকার সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ভূয়সী প্রশংসা করেছেন।
দুবাইতে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাত্কারে চান্দিমাল বলেন, পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা সহজ ব্যাপার নয়। তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তিনি খুব দ্রুত ক্রিকেটের প্রতিটি স্টাইলকে মানিয়ে নিয়েছেন।
চলতি বছরে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিবে পাকিস্তান-শ্রীলংকা। আসন্ন সেই সিরিজ নিয়ে চান্দিমাল বলেন, পাকিস্তান খুব ভালো দল, শ্রীলংকা এই বছর তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার জন্য উন্মুখ।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) না খেলার বিষয়ে জানতে চাইলে শ্রীলংকার সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেন, আমি পাকিস্তান সুপার লিগ খেলতে চাই; আমি প্রতি বছর নিলামে নাম রাখি, বিশেষ করে গত দুই বছর থেকে, কিন্তু আমি খেলিনি। সুযোগ পাব না এই ভেবে। ভবিষ্যতে যদি সুযোগ পাই চুক্তি করি তাহলে অবশ্যই পাকিস্তানে খেলতে যাব।