ক্রিকেটের তিন ফরম্যাটে ভিন্ন ভিন্ন অধিনায়কে আপত্তি আকিব জাভেদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৮:৪৫ পিএম
টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট এই তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়কের নির্দেশনা মেনে খেলতে অভ্যস্ত নয় পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তাই তিন ফরম্যাটে তিনজনকে অধিনায়ক বানানোর ব্যাপারে ঘোর আপত্তি জানিয়েছেন আকিব জাভেদ। খবর ক্রিক উইকের।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আকিব জাভেদ বলেছেন- 'আমি অবাক হই আলাদা ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন ক্যাপ্টেন নির্বাচন করা দেখে।'
পাকিস্তানের এই সাবেক পেসার আরও বলেছেন, অন্যান্য দলের কাছ থেকে পাকিস্তানের শিক্ষা নেওয়া উচিত। ২০১৫ সালের পর ইংল্যান্ড দল পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। তাদের কাছ থেকে শেখার আছে।
তিনি আরও বলেন, কখনও আমরা অস্ট্রেলিয়া হতে চাই, কখনওবা ইংল্যান্ডের মতো খেলতে চাই। ইংল্যান্ড ২০১৫ সালে গো-হারা হেরেছে। এরপর একটি পরিকল্পনা নিয়ে এগিয়েছে। এখন বেশ ভালো করছে। তারা নতুনত্ব নিয়ে এসেছে তাদের খেলায়। আমাদেরও আগে নিজেদের কাজ ও দায়িত্ব গুছিয়ে নিতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে।
পরিকল্পনাহীন সিদ্ধান্ত এবং নীতি-নির্ধারণে দায়িত্বশীলদের অসচেতনতার সমালোচনা করেন আকিব জাভেদ।