Logo
Logo
×

খেলা

ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন পৃথ্বি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৮:২০ পিএম

ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন পৃথ্বি

প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন ভারতের তরুণ ব্যাটার পৃথ্বী শ। 

রনজি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে আসামের বিপক্ষে ৩৮৩ বলে ৩৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। রনজি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। 

সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভাওসাহেব নিম্বলকারের। ১৯৪৮ সালে মহারাষ্ট্রের হয়ে তিনি খেলেছিলেন অপরাজিত ৪৪৩ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এটি। এই তালিকায়ও এখন দুইয়ে আছেন ২৩ বছর বয়সি পৃথ্বী শ।

গুয়াহাটিতে বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে পৃথ্বী যেভাবে খেলছিলেন, তাতে কোয়াড্রপল সেঞ্চুরি সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। মধ্যাহ্নভোজের বিরতির আগের ওভারে স্পিনার রিয়ান পরাগের বলে এলবিডব্ল– হয়ে সেই সম্ভাবনার ইতি ঘটে। 
দুর্দান্ত এই ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে জায়গা পাওয়ার দাবি জানিয়ে রাখলেন ভারতের হয়ে পাঁচ টেস্ট, ছয় ওয়ানডে ও একটি টি ২০ খেলা পৃথ্বী।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম