মোস্তাফিজ-হ্যারিসকে টপকে যে রেকর্ড গড়লেন নাসিম শাহ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৫:৩৬ পিএম
নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। এর মাধ্যমে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও অস্ট্রেলিযার সাবেক পেসার রায়ান হ্যারিসকে পেছনে ফেলেছেন তিনি।
যদিও নিজ দেশের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের পাশে বসার সুযোগ ছিল পাকিস্তানের এ তরুণ পেসারের। কিন্তু স্বদেশী গ্রেটের সে রেকর্ড ভাঙতে ব্যর্থ হলেন নাসিম।
ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত নাসিম ৫টি ম্যাচ খেলেছেন। যেখানে তার উইকেট সংখ্যা ১৮টি। যা ওয়ানডেতে অভিষেকের পর প্রথম ৫ ম্যাচের সর্বোচ্চ উইকেটের সংগ্রহের রেকর্ড।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক অজি পেসার রায়ান হ্যারিসের। নিজের প্রথম ৫ ম্যাচে তার উইকেটসংখ্যা ছিলো ১৭টি। এছাড়া টাইগার পেসার মোস্তাফিজুর রহমান তুলেছিলেন ১৬ উইকেট।
পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার নিজের অভিষেকের প্রথম ৫ ম্যাচে টানা তিনবার ৫ উইকেট নিয়ে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছিলেন। যেখানে তিনিই এখন পর্যন্ত একা। ওয়াকারের পাশে বসার সুযোগ ছিল নাসিমের সামনে। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি থামেন ৩ উইকেট নিয়ে। এতে করে আর ওয়াকারের পাশে বসা হয়নি নাসিমের।