Logo
Logo
×

খেলা

টেস্ট র‌্যাংকিংয়ে উসমান খাজার উন্নতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১০:৫৮ পিএম

টেস্ট র‌্যাংকিংয়ে উসমান খাজার উন্নতি

টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজার। বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টে তাকে ১৯৫ রানে অপরাজিত রেখে ইনিংস ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তাতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও বুধবার প্রকাশিত সবশেষ আইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে উসমান খাজার। 

টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে আটে উঠে এসেছে উসমান খাজা। শীর্ষস্থান ধরে রেখেছেন তার সতীর্থ মার্নাস লাবুশেন। এক ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্টে শতকের সুবাদে পাকিস্তানের সৌদ শাকিল এগিয়েছেন ২০ ধাপ। 

টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে কামিন্স। সিডনি টেস্টে পাঁচ উইকেট নেওয়া আরেক অসি পেসার জশ হ্যাজলউড ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০ নম্বরে।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির সুবাদে ওয়ানডে ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন ভারতের বিরাট কোহলি। এক ধাপ এগিয়েছেন তার সতীর্থ রোহিত শর্মা (৮)। একই ম্যাচে সেঞ্চুরি করা শ্রীলংকা অধিনায়ক (৬১) দাসুন শানাকা এগিয়েছেন ২০ ধাপ। শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
 
টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বোলারদের র‌্যাংকিংয়ে শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সিংহাসনচ্যুত করে শীর্ষে উঠেছেন আফগান স্পিনার রশিদ খান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম