Logo
Logo
×

খেলা

ফ্রান্সকে বিদায় জানালেন গোলরক্ষক লরিস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮ পিএম

ফ্রান্সকে বিদায় জানালেন গোলরক্ষক লরিস

তার নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ২০২২ কাতার বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন উগো লরিস। কিন্তু অল্পের জন্য পারেননি প্রথম অধিনায়ক হিসাবে টানা দুটি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়তে। সেই আক্ষেপ নিয়ে সোমবার রাতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ৩৬ বছর বয়সি টটেনহাম গোলকিপার। আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারা বিশ্বকাপ ফাইনাল হয়ে থাকল ফ্রান্সের জার্সিতে তার শেষ ম্যাচ। তবে টটেনহামের হয়ে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন লরিস।

প্রায় সাড়ে ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে সবচেয়ে বেশি ১৪৫ ম্যাচ খেলেছেন লরিস। সবচেয়ে বেশি ১২১ ম্যাচে ফ্রান্সকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও তার। কাতার বিশ্বকাপের পর তার উপলব্ধি, নতুন প্রজšে§র হাতে ব্যাটন তুলে দেওয়ার সময় এখন।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লরিস, ‘আমার মনে হয়, নিজের সবটা দিয়ে ফেলেছি। তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি। ইউরোর বাছাইপর্ব শুরুর আগে এখনই অবসরে যাওয়ার সেরা সময়। এমন একটা সময় আসেই যখন আপনি জানবেন, কীভাবে লাগাম টানতে হয়।’

গত মাসে ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলেছেন করিম বেনজেমাও। গুঞ্জন আছে, চোট কাটিয়ে ওঠার পরও লরিসের বাধায় বিশ্বকাপ দলে যোগ দিতে না পারায় হতাশায় অবসরের সিদ্ধান্ত নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। নিজে জাতীয় দলের জার্সি তুলে রাখার দিনে বিষয়টিকে ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিলেন লরিস।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম