কোহলি-রোহিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক নির্বাচকের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:৫০ পিএম
ভারতীয় সাবেক এবং বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক।
বিরাট কোহলি-রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারকে ছাড়া শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন তারুণ্যনির্ভর দলের পারফরম্যান্সে মুগ্ধ ভারত। তাইতো দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সাবেক ও বর্তমান অধিনায়ক কোহলি-রোহিতের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে গুঞ্জন রটেছে।
এ ব্যাপারে ভারতের সাবেক নির্বাচক সাবা করিম বলেছেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মার একটি দুর্দান্ত আইপিএল মৌসুম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি হয় তাহলে নির্বাচকরা তাদের টি-টোয়েন্টি দলের বাইরে রাখতে পারবেন না। গত বছর দীনেশ কার্তিকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল।
তিনি আরও বলেন, আমি মনে করি, আপাতত ওদের টি-টোয়েন্টিতে বাছাই করা দরকার। হ্যাঁ, আইপিএলে ভালো করলে ওদের বিবেচনা করা যেতে পারে।
সোমবার সাংবাদিকদের পরিষ্কার করে রোহিত শর্মা বলেছেন, ‘আমি টি-টোয়েন্টি ফরম্যাটে না খেলার সিদ্ধান্ত এখনো নেইনি।'