Logo
Logo
×

খেলা

অস্ট্রেলিয়ান ওপেন থেকে তারকাদের নাম প্রত্যাহার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১১:০৫ পিএম

অস্ট্রেলিয়ান ওপেন থেকে তারকাদের নাম প্রত্যাহার

১৬ জানুয়ারি শুরু অস্ট্রেলিয়ান ওপেন। তার  আগেই প্রতিযোগিতা থেকে একের পর এক নাম প্রত্যাহার করে নিচ্ছেন তারকারা। 

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন ভেনাস উইলিয়ামস এবং কার্লোস আলকারাজ। এবার সরে দাঁড়ালেন নাওমি ওসাকা। দুবার অস্ট্রেলিয়ান ওপেনজয়ী জাপানি তারকা খেলবেন না এবারের আসরে।

২০১৯ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ওসাকা। ২০২১ সালে জেনিফার ব্র্যাডিকে হারিয়ে মেলবোর্ন জয়ের পর আর কোনো শিরোপা খেতাব জিততে পারেননি তিনি। ২০২১ সালে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন ওসাকা। 

সেই সময় জানিয়েছিলেন যে, মানসিক অবসাদে ভুগছেন তিনি। তারপর অনেক প্রতিযোগিতা থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন চারটি গ্র্যান্ড স্লামের মালিক। এবার সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে।

চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না ছেলেদের নাম্বার ওয়ান আলকারাজ। ডান পায়ে চোট লেগেছে তার।

ভেনাস উইলিয়ামসও অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না। সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস কী ধরনের চোট পেয়েছেন তা জানা যায়নি। গত সপ্তাহে অকল্যান্ডে একটি প্রতিযোগিতায় খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম