Logo
Logo
×

খেলা

পাকিস্তান সফরে দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম

পাকিস্তান সফরে দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে 

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাট হেনরিকে পাবে না কিউইরা। তলপেটের চোটে ভুগছেন ৩১ বছর বয়সি পেসার।

পাকিস্তান সফরে করাচিতে দ্বিতীয় টেস্টের শেষদিনে চোট পান হেনরি। পরের দুটি সিরিজে তাকে না পাওয়ার কথা রোববার জানায় নিউজিল্যান্ড ক্রিকেট।

টেস্ট দলের যারা ওয়ানডে স্কোয়াডে নেই, তাদের সঙ্গে দেশে ফিরে যাবেন হেনরি। এখনো তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি। হেনরির অনুপস্থিতিতে একাদশের দরজা খুলে যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা হেনরি শিপলির। 

ঘরোয়া ক্রিকেটে গত দুই বছরে ক্যান্টারবুরির হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে ২৬ বছর বয়সি এই পেস বোলিং অলরাউন্ডার সাদা বলের সিরিজের দলে ডাক পান।

মাঠের বাইরে কাইল জেমিসন ও অ্যাডাম মিলনের সঙ্গী হলেন হেনরি। গত সপ্তাহে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন মিলনে। 

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে সোমবার। পরের দুই ম্যাচ আগামী বুধ ও শুক্রবার। ভারত সফরের তিন ওয়ানডে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি। ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে কিউইরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম