Logo
Logo
×

খেলা

হকি তারকার নতুন জীবন শুরু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১০:৪৩ পিএম

হকি তারকার নতুন জীবন শুরু

নতুন জীবন শুরু করলেন বাংলাদেশ জাতীয় হকি দল ও বাংলাদেশ নৌবাহিনীর তারকা ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল। 

সম্প্রতি বিয়ে করেছেন রাজশাহীর এই ছেলে। কনে জান্নাতুল ফেরদৌস সোমা। শনিবার রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে শিতুল ও সোমার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

শিতুলের স্ত্রী সোমাও রাজশাহীর মেয়ে। সোমা উচ্চমাধ্যমিক পাশ করে এখন অনার্সে ভর্তির অপেক্ষায়। 

নববধূ সোমার বিষয়ে শিতুল বলেন, ‘ছয় মাস আগেই পারিবারিকভাবে দুজনের দেখা-সাক্ষাৎ ও বিয়ের আলোচনা হয়। প্রথমে আমার পরিবারের লোকেরা বিশেষ করে আমার বোন তাকে পছন্দ করেন। আমার বাবারও তাকে পছন্দ হয়। তারপর আমি তাকে দেখতে আসি। এভাবেই পারিবারিক আলোচনা, দুপক্ষের দেখা-সাক্ষাৎ থেকেই সম্পর্কটা বিয়েতে গড়িয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম