![কোহলির রহস্যজনক পোস্ট](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/01/08/image-632908-1673193218.jpg)
বাংলাদেশে সিরিজ শেষ করে দেশে ফিরে স্ত্রী আনুশকা শর্মা আর কন্যা ভামিকাকে নিয়ে ছুটিতে রয়েছেন বিরাট কোহলি। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টির হোম সিরিজে ছিলেন না ভারতের সাবেক এই অধিনায়ক। ওয়ানডে সিরিজে তাকে দেখা যেতে পারে।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রহস্যজনক পোস্ট করেছেন বিরাট কোহলি।
কোহলি ইনস্টাগ্রামে দুটি স্টোরি পোস্ট করেছেন। একটিতে হলিউডি অভিনেতা টম হ্যাঙ্কসের বক্তব্য রয়েছে। সেখানে বলতে শোনা গেছে- ‘খুব ভালো হতো যদি জানতাম এই সময়টাও একদিন কেটে যাবে। আপনার এখন খারাপ লাগছে? আপনি প্রচণ্ড হতাশ? খুব রাগ হচ্ছে? দেখবেন এই সময়টা কেটে যাবে। এক সময় আপনার দারুণ লাগবে। আপনার মনে হবে সব প্রশ্নের উত্তর জানেন। মনে হবে সবাই আপনার কথা শোনার জন্য তৈরি।’
দ্বিতীয় স্টোরিতে প্রয়াত বলিউডি অভিনেতা ইরফান খানের বার্তা রয়েছে।
প্রথম স্টোরিতে হ্যাঙ্কসকে ইরফানের ছবির উপরে লেখা হয়েছে- “জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা একটা রোগ এবং আশা করি একদিন এই রোগ থেকে মুক্ত হতে পারব। সেই ইচ্ছেটা কাটিয়ে উঠতে পারব, যেখানে জনপ্রিয়তা পাওয়া আমার কাছে আর গুরুত্ব পাবে না। জীবনটাকে উপভোগ করা এবং সব কিছুতে অবিচল থাকাই আমার আসল লক্ষ্য হবে।'