২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর একাধিক ক্লাব ও জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন ছিল জিনেদিন জিদানের, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোথায়ও দায়িত্ব নেননি ফরাসি এই কিংবদন্তি।
গত জুনে ফরাসি কিংবদন্তি জিদান বলেছিলেন, ‘আমি ফ্রান্সের কোচ হতে চাই। আশা করি, কোনো এক দিন হব। তবে সেটা অবশ্য আমার ওপর নির্ভর করছে না।’
গত মাসে কাতারে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। তারপর থেকেই ফ্রান্সের কোচ হওয়ার জন্য জোর আলোচনায় ছিলেন জিদান।
কিন্তু ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন দিদিয়ের দেশম। আপাতত তাই আর ফ্রান্সের কোচ হওয়ার সুযোগ থাকছে না জিদানের।
অনেকেই মনে করছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারে। তবে অনেক ব্রাজিলিয়ানের অনীহা বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে। তার কারণ ভাষাগত একটা বড় সমস্যা হতে পারে।
ব্রাজিলের পাশাপাশি জিদানের যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে; তবে ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের দেওয়া আকর্ষণীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিদান।