Logo
Logo
×

খেলা

রেকর্ড গড়া হলো না শ্রীলংকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:৫৮ পিএম

রেকর্ড গড়া হলো না শ্রীলংকার

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয় পেতে হলে রেকর্ড গড়তে হতো শ্রীলংকার। ইতিহাস গড়তে নেমে মুখ থুবড়ে পড়ে লংকানরা। 

২২৯ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ১৬.৪ ওভারে ১৩৭ রানে অলআউট হয় দাসুন শানার নেতৃত্বাধীন দলটি। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৯১ রানের বড় ব্যবধানে হেরে ২-১ সিরিজ হারে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করে করেন কুশাল মেন্ডিস ও দাসুন শানাকা। ২২ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। 

 শনিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ২২৮ রানের পাহাড় গড়ে ভারত। দলের হয়ে ৫১ বলে সাত চার আর ৯টি ছক্কার সাহায্যে ১১২ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। 

এছাড়া ৩৬ বলে ৪৬ রান করেন ওপেনার শুভমান গিল। ১৬ বলে ৩৫ রান করেন রাহুল ত্রিপাঠি। ইনিংসের শেষ দিকে মাত্র ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন আকসার প্যাটেল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম