Logo
Logo
×

খেলা

কবে কোথায় শুরু বিপিএল, টিকিটের মূল্য কত?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৭:০৯ পিএম

কবে কোথায় শুরু বিপিএল, টিকিটের মূল্য কত?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হবে শুক্রবার। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে অংশ নেবে ৭টি দল। ইতোমধ্যে আগ্রহী দর্শকদের কথা চিন্তা করে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 

টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয় ২০০ টাকা, আর সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা। সর্বনিম্ন মূল্য ২০০ টাকা ধরা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের। ৩০০ টাকা নর্থ এবং সাউথ স্ট্যান্ডে এবং ক্লাব হাউজের টিকিট ধরা হয়েছে ৫০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা নির্ধারণ হয়েছে।

ঢাকাপর্বে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের এক নম্বর গেট এবং শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।

বুধবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন টিকিট কেনা যাবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম