Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে যা করতে হবে, জানালেন আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৪:৫২ পিএম

টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে যা করতে হবে, জানালেন আফ্রিদি

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট হলো টি-টোয়েন্টি। ২০ ওভারের এই ম্যাচে এমন অনেক ক্রিকেটার আছেন যারা বলে বলে চার-ছক্কা হাঁকাতে পারদর্শী। 

কিন্তু যাদের প্রতি বলে চার-ছক্কা হাঁকানোর সক্ষমতা নেই, তাদের প্রতি বলে একাধিক রান সংগ্রহের কৌশল অবলম্বন করতে হবে। তা না হলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে টিকে থাকা মুশকিল। 

তাইতো টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইকরেট বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি।  

পিসিবির প্রধান নির্বাচক বলেন, ঘরোয়া ক্রিকেটে ১৩৫-এর ওপরে কারও স্ট্রাইকরেট যদি না থাকে, তাহলে সে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পাবে না।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এখন চলছে পাকিস্তান-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। তবে এই ম্যাচের পিচ নিয়ে সন্তুষ্ট নন আফ্রিদি। আফ্রিদি বলেন, দ্বিতীয় টেস্টের জন্য যে পিচ বানানো হয়েছে, তাতে আমি সন্তুষ্ট না। পিচে আরও বাউন্স চেয়েছিলাম। কিন্তু পাকিস্তানে আগে যে টেস্ট ম্যাচ হয়েছে, তার চেয়ে এই পিচ ভালো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম