Logo
Logo
×

খেলা

‘পারফর্ম করেই টিকে থাকতে হবে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ১১:০০ পিএম

‘পারফর্ম করেই টিকে থাকতে হবে’

জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সময় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। অভিষেকের পর ব্যাটে-বলে নৈপুণ্য দেখান মিরাজ। 

ফের জাতীয় দলের কোচ হয়ে আসতে পারেন হাতুরুসিংহে। এ ব্যাপারে সোমবার মিরপুরে মিরাজ বলেন, কোচ হিসেবে কে আসবেন আর কে আসবেন না, সেটা বোর্ডের বিষয়। তারা দেখবেন।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মিরাজ। তিনি বলেন, হাথুরুসিংহের কোচিংয়ে আমার অভিষেক। তবে দিনশেষে আমাকে পারফর্ম করতে হবে। পারফর্ম করতে না পারলে খেলতে পারব না। যে কোচই আসুন না কেন।

মিরাজ আরও বলেন, এখানে পারফর্ম করেই টিকে থাকতে হবে। কোচ সেই খেলোয়াড়কে পছন্দ করে, যে পারফর্ম করে। পারফর্ম করা গুরুত্বপূর্ণ, যে কোচের অধীনেই খেলি না কেন। পারফর্ম করলে খেলতে পারব দীর্ঘ সময় ধরে। যেটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম