Logo
Logo
×

খেলা

বছরের প্রথম দিনে ক্যাচ ধরা নিয়ে বিতর্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৬:৩৩ পিএম

বছরের প্রথম দিনে ক্যাচ ধরা নিয়ে বিতর্ক

নতুন বছরের প্রথম দিনেই বিতর্ক। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও সিডনি সিক্সার্সের মধ্যকার ম্যাচে একটি ক্যাচ ধরা নিয়ে বিতর্ক তুঙ্গে। 

ব্রিসবেনের করা ২২৪ রান তাড়া করতে গিয়ে সিডনির ইনিংসের ১৯তম ওভারে ছক্কা মারতে যান জর্ডন সিল্ক। লং অফের উপর দিয়ে মারেন তিনি। কিন্তু বল বাউন্ডারি পার হওয়ার আগেই ফিল্ডার মাইকেল নাসের বলটিকে তালুবন্দি করে নিজের শরীরের ভারসাম্য রাখতে পারেননি। 

বাউন্ডারির বাইরে বেরিয়ে যান তিনি; কিন্তু তার আগে বল উপরের দিকে ছুড়ে দেন তিনি। বল তারপরও বাউন্ডারির বাইরে চলে যায়। বাইরে থাকা অবস্থাতেই আরও একবার সেই বল ধরে সঙ্গে সঙ্গে বাউন্ডারির ভিতরে ছুড়ে দেন মাইকেল। সেই সময় তার পা মাটিতে ছিল না। এরপর বাউন্ডারির ভিতরে ঢুকে তৃতীয়বারের চেষ্টায় ক্যাচ ধরেন তিনি।

আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ায় ক্ষুব্ধ হন ব্যাটসম্যান সিল্ক। তিনি বারবার আম্পায়ারের কাছে আবেদন করতে থাকেন যে মাইকেল দ্বিতীয়বার যখন বল ধরেছেন তখন তিনি বাউন্ডারির বাইরে। তাহলে কিভাবে সেটা আউট দিলেন আম্পায়ার! কিন্তু আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। 

এই ক্যাচের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনা হচ্ছে। 

ক্রিকেটের নিয়ম অনুযায়ী অবশ্য ক্যাচটি বৈধ। আইসিসির নিয়মের ১৯.৫.২ ধারায় বলা হয়েছে, প্রথমে কোনো ফিল্ডার বাউন্ডারির ভিতরে ক্যাচ ধরে বল উপরে ছুড়ে বাউন্ডারির বাইরে বেরিয়ে যেতে পারেন। বাউন্ডারির বাইরে দ্বিতীয়বার বল ধরার সময় যদি তার পা হাওয়ায় থাকে তাহলে সেই ফিল্ডারকে বাউন্ডারির ভিতরে ধরা হবে।

তাছাড়া এই ক্যাচে ম্যাচের ফল নির্ধারণ হওয়ায় বিতর্ক আরও বেড়েছে। প্রথমে ব্যাট করে জশ ব্রাউনের ৬২ ও নেথন ম্যাকসুইনির ৮৪ রানের দৌলতে ২২৪ রান করে ব্রিসবেন। জবাবে ব্যাট করতে নেমে জশুয়া ফিলিপ ও জেমস ভিন্সের দাপটে ঝড়ো ব্যাটিং শুরু করে সিডনি। ভিন্স আউট হলে সেখান থেকে ইনিংস টানেন সিল্ক। তিনি আউট হওয়ার পর মাত্র ১৫ রানে হারে সিডনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম