Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৭:৪৪ পিএম

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপের প্রস্তুতি জোরদারে আগামী মাসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 

২৩ সেপ্টেম্বর হন্ডুরাসের সঙ্গে খেলার চার দিন পর জ্যামাইকার বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে লিওনেল মেসিদের। 

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হন্ডুরাস ফুটবল ফেডারেশন। এতে জানানো হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। 

হন্ডুরাস কোচ দিয়েগো মার্টিন ভাজকুয়েজ এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট; আর মেসি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়- তাদের সঙ্গে খেলার এ সুযোগটা আমরা উপভোগ করতে চাই।

হন্ডুরাসের সঙ্গে সর্বশেষ ২০১৬ সালে খেলেছিল আর্জেন্টিনা। সেই সান হুয়ানে অনুষ্ঠিত ম্যাচে গঞ্জালো হিগুয়েইনের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। 

জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি হতে পারে ২৭ সেপ্টেম্বর, যার সম্ভাব্য ভেন্যু নিউজার্সির রেড বুল অ্যারেনা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হওয়ায় প্রীতি ম্যাচ দুটিতে আর্জেন্টিনা স্কোয়াডের সম্ভাব্য সব খেলোয়াড়ই থাকতে পারেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম