২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠবে এশিয়া কাপের। এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অলরাউন্ডার মোহাম্মদ নবীকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।
আয়ারল্যান্ড সফরে থাকা ১৬ সদস্যের দলে একটি পরিবর্তন করে এশিয়া কাপের দল দিয়েছে এসিবি। এছাড়া দলে যুক্ত হয়েছেন স্পিনার নূর আহমেদ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক নূর মালিকজাই বলেছেন, এশিয়া কাপ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট এবং সেই হিসেবে আমরা আমাদের সেরা খেলোয়াড়দের বেছে নিয়েছি। এশিয়া কাপের জন্য সামিউল্লাহ শিনওয়ারিকে দলে যোগ করা হয়েছে। খুব ভালো ফর্মে আছে সে এবং ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করতে পারবে।
আফগানিস্তান: মোহাম্মদ নবী (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতুল্লাহ শাহিদি, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, নূর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি।