Logo
Logo
×

খেলা

সেঞ্চুরির আশা জাগিয়ে সাজঘরে এনামুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৫:৫১ এএম

সেঞ্চুরির আশা জাগিয়ে সাজঘরে এনামুল

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত খেলছিলেন এনামুল হক বিজয়। একপ্রান্ত আগলে রেখে দ্রুত হাফসেঞ্চুরির পর শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি।

২৫তম ওভারে হঠাৎ ছন্দপতন। লকি জঙ্গির বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন বিজয়। তার উইলো থেকে আসে ৭৬ রান। বল খরচা করেছেন ৭১টি। 
৬ চার ও ৪ ছয়ে সাজানো তার ইনিংসটি সত্যিই চোখ ধাঁধানো ছিল। 

মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটিতে ৯০ বলে উঠেছে ৭৭ রান।

এর পর মাহমুদউল্লাহর ৩৯ রানে নাগাভার বলে বিদায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৩৫ রানে আফিফ ও ২ রানে  মিরাজ।

এর আগে  টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে খেলেছে তামিম। দলীয় ৪১ রানে এনামুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাঁটা পড়েন তামিম (১৯)। 

এর পর ক্রিজে এসেই শূন্য রানে ফেরেন শান্ত-মুশফিক। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শুরু থেকেই চাপে বাংলাদেশ।
এই চাপ সামাল দেন এনামুল ও মাহমুদউল্লাহ জুটি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম