ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন নাজমুল হোসেন শান্ত। গত ১১টি ওয়ানডেতে একবারও পঞ্চাশ ছুঁতে পারেননি তিনি।
আজ ১২তম ম্যাচে এসেও মাইলফলকটি ছুতে পারলেন না। ৩৮ রানেই থেমে গেছেন তিনি। তবে এই ৩৮ রানই তার ক্যারিয়ারসেরা সংগ্রহ।
এতদিন ধরে ওয়ানডে শান্তর ক্যারিয়ার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৭ রান। সেটি টপকে আজ ৩৮ রান করতে আউট হয়েছেন এ টপঅর্ডার ব্যাটার।
মাধভেরের করা ৩০তম ওভারে লেট কাট করার চেষ্টা করেছিলেন শান্ত। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। ফলে ৫৫ বলে ৫ বাউন্ডারির মারে খেলা ৩৮ রানের ইনিংসের থেমে যায় শান্তর।
এর আগে মুশফিককে সাজঘরে ফেরান মাধভের। তামিমের মতো একই ভুল করেন তিনি।
মাধেভেরের ঝুলিয়া দেওয়া বলে স্লগ সুইপ করেন মুশফিক। টাইমিংটাও ভালো ছিল। এরপরও মিডউইকেটে থাকা মুনিয়োঙ্গার হাতে ধরা পড়লেন।
৩১ বলে ২৫ রানে থামে মুশফিকের ইনিংস। আগের ম্যাচে ফিফটি করেছিলেন। মুনিয়োঙ্গার দারুণ ক্যাটে শান্ত-মুশফিকের ৫০ রানের জুটি ভাঙে।
এর আগে দুর্ভাগ্যজনকভাবে আউট হন ওপেনার এনামুল হক বিজয়।
১২তম ওভারে নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ বোলার তানাকা চিভাঙ্গার হাতে লেগে ভেঙে যায় ননস্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প। তখন ক্রিজের বাইরে ছিলেন বিজয়। ২৫ বলে ২০ রান করে ফেরেন তিনি।
এর আগের ওভারের শেষ বলে টানাকা চিভাঙ্গার শর্ট বলে পুল করতে গিয়ে মিডউইকেটে তাকুদজোয়ানাশে কাইতানোর হাতে তালুবন্দি হন তামিম।
৪৫ বলে ৫০ রান করেই থামেন তামিম।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের ৩৯ ওভারে সংগ্রহ ৪ উইকেট হারিয়েছে ২০০ রান। ৪৯ বলে ২৭ রানে ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গী আফিফ হোসেন আছেন ৩২ বলে ৩৪ রানে।