Logo
Logo
×

খেলা

সাকিবের পাশে মোসাদ্দেক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৮:০৪ এএম

সাকিবের পাশে মোসাদ্দেক

জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে প্রত্যাশার চেয়েও ভালো বোলিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন অফ স্পিনার সৈকত। তার বলে বিভ্রান্ত হয়ে ৬.৫ ওভারে মাত্র ৩১ রানেই সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের প্রথম সারির ৫ তারকা ব্যাটসম্যান। 

ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পান সৈকত। প্রথম বলে রাগিস চাকাভা আর শেষ বলে ওয়েসলি মাধেভেরেকে ফেরান তিনি। প্রথম ওভারে মাত্র ৫ রান খরচ করে জিম্বাবুয়ের ২ উইকেট শিকার করেন অফ স্পিনার মোসাদ্দেক। 

ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিনকে ক্যাচ তুলতে বাধ্য করেন মোসাদ্দেক। ৪ বলে মাত্র ১ রান করে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। 

এরপর ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন মোসাদ্দেক। ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসকে নিজের বলে নিজেই ক্যাচ লুফে নেন সৈকত। 

নিজের শেষ আর ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন মোসাদ্দেক। ওভারের পঞ্চম বলে মিল্টন শুম্বাকে ক্যাচ তুলতে বাধ্য করেন। ৮ বলে ৩ রান করে পেসার হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শুম্বা।

শুম্বার বিদায়ে ৬.৫ ওভারে ৩১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে। 

প্রথম স্পেলে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে মোস্তাফিজুর রহমানকে ছাড়িয়ে শাকিবের পাশে বসে যান মোসাদ্দেক। 

মোস্তাফিজ ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ৪ ওভারে ২২ রানে শিকার করেন ৫ উইকেট। 

২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভারে ২০ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।  

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে ভালো বোলিং করেন ইলিয়াস সানি। জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া এই বাঁ-হাতি স্পিনার ২০১২ সালের ১২ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে ৪ ওভারে মাত্র ১৩ রানে ৫ উইকেট শিকার করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম