Logo
Logo
×

খেলা

সাত মাসে তিনবার বিশ্রামে কোহলি, যা বললেন সৌরভ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৭:৩৯ পিএম

সাত মাসে তিনবার বিশ্রামে কোহলি, যা বললেন সৌরভ

চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয় বিরাট কোহলিকে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও বিশ্রাম দেওয়া হয় তাকে। 

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে চোট থাকায় খেলতে পারেননি কোহলি। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে। শোনা যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজেও তিনি বিশ্রাম নিতে পারেন। 

বিরাট কোহলির বার বার বিশ্রাম নিয়ে বিরক্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। 

টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, দল থেকে বাদ যাওয়ার আগে কোনও বিশ্রাম না নিয়ে ১৩ বছর ভারতের হয়ে খেলেছি। কোনও সিরিজ, কোনও ট্যুরে বিশ্রাম নেইনি। এখনকার ক্রিকেটাররা যেমন অনেক বিশ্রাম নেয়, তেমন কিছু করিনি। আমার ১৭ বছরের কেরিয়ারে দল থেকে বাদ যাওয়া ওই চার-ছয় মাসই আমার আন্তর্জাতিক ক্যারিয়ারেরি এক মাত্র ব্রেক।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেছেন, আমি সারা জীবন একটাই জিনিস বিশ্বাস করেছি। যত খেলব, তত ছন্দে থাকব, ফিট থাকব। আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলতে হবে। বেশি ম্যাচ খেললেই শারীরিকভাবে শক্তিশালী হয়ে উঠবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম