Logo
Logo
×

খেলা

৬ উইকেট শিকারের পরদিনই পেলেন বড় সুখবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৫:৩৯ পিএম

৬ উইকেট শিকারের পরদিনই পেলেন বড় সুখবর

আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ।

শীর্ষে উঠতে বুমরাহ ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট আর পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে। 

মঙ্গলবার লন্ডনের কিংসটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৭.২ ওভার বল করে ৩টি মেডেনসহ মাত্র ১৯ রানে ৬টি উইকেট শিকার করেন বুমরাহ। 

ক্যারিয়ার সেরা এমন পারফরম্যান্সের সুবাদে ওয়ানডেতে বুমরাহ এক লাফে পাঁচ ধাঁপ এগিয়ে শীর্ষস্থান দখল ‍করেছেন। 

২০২০ সালের ফেব্রুয়ারিতে ট্রেন্ট বোল্টের কাছে এক নম্বর পজিশন হারিয়ে ছিলেন বুমরাহ। দুই বছর পর সেই বোল্টকে হটিয়ে ফের শীর্ষে উঠে এসেছেন ভারতীয় তারকা পেসার। 

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি তিনে এবং রোহিত শর্মা চার নম্বরে অবস্থান করছেন। শিখর ধাওয়ান এক ধাপ এগিয়ে আছেন ১২তম পজিশনে। 

ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন বাবর আজম। দুই নম্বরে অবস্থান করছেন পাকিস্তানেরই ইমাম-উল-হক।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম