Logo
Logo
×

খেলা

ভালো খেলতে খেলতে আউট হলেন তামিম-শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ০৫:১২ পিএম

ভালো খেলতে খেলতে আউট হলেন তামিম-শান্ত

আশা ছিল ১২০-১২৫ এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে বেধে ফেলবে বাংলাদেশ। মিরাজ- শরীফুলের বোলিং নৈপুণ্যে ১০০ রানের আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তা আর হলো না। শেষ উইকেটে ফিলিপ-সিলিসের দারুণ জুটিকে ১৪৯ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।

কার্টল ৪১ ওভারের জন্য দেড়শ রান টার্গেট বাংলাদেশের জন্য অতোটা সহজ লক্ষ্যও না। 

সেই লক্ষ্য পূরণে গায়ানায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ব্যাট করছে বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে একশ রান পেরিয়েছে টাইগাররা।

শুরুতে স্পিনার আকিল হোসেনের বলে এলবিডব্লিউয়ের শিকার হন ওপেনার লিটন দাস। ৯ বলে মাত্র ১ রান করেন। যদিও আম্পায়ার্স কলে সন্তুষ্ট নন তিনি। রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন।

লিটনকে শুরুতেই হারিয়েও ব্যাট চালানো থামাননি অধিনায়ক তামিম। ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ২৫ বলে ৩৩ রানও করে ফেলেন। 

কিন্তু ৭.৪ ওভারে শেফার্ডের বলে রান নিতে গিয়ে রানআউটের শিকার হয়ে ফেরেন তামিম। 

এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। ২০তম ওভার পর্যন্ত টেনে নিয়ে যান খেলাকে। ১৯.৩ ওভারে গুডাকেশ মতির ফ্লাইটেড ডেলিভারিতে পুরানের হাতে ক্যাচ তুলে দেন শান্ত। ৫ বাউন্ডারিতে ৪৬ বলে ৩৭ রানে থামে তার ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে বাংলাদেশেরর সংগ্রহ ৩ উইকেটে ১১১ রান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম