Logo
Logo
×

খেলা

দ্বিতীয় টেস্টের আগে শ্রীলংকা শিবিরে দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ১২:০৬ পিএম

দ্বিতীয় টেস্টের আগে শ্রীলংকা শিবিরে দুঃসংবাদ

দ্বিতীয় টেস্টের আগে শ্রীলংকা দলে আরও তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে শ্রীলংকা দলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। এরই মধ্যে আগামীকাল  শুক্রবার গলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা আছে শ্রীলংকার।

নতুন করে করোনায় আক্রান্ত খেলোয়াড়রা হলেন— অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা, পেসার আসিতা ফার্নান্দো ও স্পিনার জেফরি ভ্যানডারসে।

ক্রিকইনফোনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতার কথা জানার পর ম্যানেজমেন্ট গোটা শ্রীলংকা দলেরই কোভিড-১৯ পরীক্ষা করায়। বুধবার তিনজনের পজিটিভ হওয়ার খবর মিলেছে।
গলে প্রথম টেস্টে কোভিড-১৯ পজিটিভ হয়ে তৃতীয় দিন মাঠ ছাড়েন তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথুস। 

এর পর আক্রান্ত হন বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। তবে ম্যাথুস আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফেরায় দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা আছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম