Logo
Logo
×

খেলা

কিংবদন্তি লারার রেকর্ড ভেঙে দিলেন বোলার বুমরাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ১১:০৯ এএম

কিংবদন্তি লারার রেকর্ড ভেঙে দিলেন বোলার বুমরাহ

ক্রিকেট মাঠে কখন, কোন সময় কে জ্বলে ওঠে তার কোনো নিশ্চয়তা নেই।

মাঝে মাঝে বোলার হয়ে যান ব্যাটার। আবার ব্যাটার হয়ে যান কার্যকরী বোলার। 

শনিবার তেমন ঘটনাই ঘটেছে ইংল্যান্ড-ভারতের মধ্যকার পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন ভারতীয় পেস বোলার জাসপ্রিত বুমরাহ।

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের করা ৮৪তম ওভারে ব্যক্তিগত ২৯ রান করেন বুমরাহ। 

সবমিলিয়ে ব্রডের এর ওভারটি থেকে আসে ৩৫ রান। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার নতুন রেকর্ড।

ব্রডের ওই ওভারটিতে ব্যক্তিগতভাবে ২৯ রান দিয়ে টেস্টে এক ওভারে ব্যক্তিগত সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড গড়ে ফেলেন বুমরাহ। 

এ রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা দখলে। তার সঙ্গে যৌথভাবে রেকর্ডটির মালিক ছিলেন অজি ব্যাটার জর্জ বেইলি।

ব্রায়ান লারা ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার পিটারসনের এক ওভারে ২৮ রান তুলেছিলেন। অন্যদিকে জর্জ বেইলি ২০১৩ সালে ইংল্যান্ডের জেমস এন্ডারসনের বলে ২৮ রান করেছিলেন।

এর আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন। 

এবারো ব্রড তুমুল মার খেলেন একজন ভারতীয় বোলারের হাতে। তবে সেটি একজন ব্যাটসম্যান হলে বা যুবরাজের মতো একজন অলরাউন্ডার হলে হয়ত ব্রড কিছুটা হলেও নিজেকে শান্তনা দিতে পারতেন। কিন্তু বুমরাহর মতো পেসারের হাতে এমন ধবল-ধোলাই!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম