Logo
Logo
×

খেলা

‘ওয়ানডে সিরিজে ফেভারিট বাংলাদেশ’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২২, ০৮:২৬ এএম

‘ওয়ানডে সিরিজে ফেভারিট বাংলাদেশ’

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ। 

এরপর টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শেষ হবে টাইগারদের ক্যারিবীয় সফর।

টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজের তুলনায় বাংলাদেশ ওয়ানডে সিরিজে ফেভারিট বলছেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। 

সাইফউদ্দিন বলেন, আমরা টেস্ট ও টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে সবসময় ভালো খেলে আসছি। সবাই আত্মবিশ্বাসী এই ফরম্যাটে। যেহেতু ওদের কন্ডিশনে খেলা, ওরা বেশি সুবিধা পাবে। তবে ওদের মাটিতে আমরা আগেও ওয়ানডে সিরিজে হারিয়েছি, সেই দিক থেকে আত্মবিশ্বাসী। 

লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফউদ্দিন এই প্রথম উইন্ডিজ সফরে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি বলেন, ক্রিকেট খেলুড়ে সব দেশে আমি গিয়েছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এবারই আমার প্রথম। হয়তোবা ওই কন্ডিশন বা উইকেট আমার জানা নেই। তারপরও যেহেতু ইউটিউবের যুগ, বিভিন্ন ম্যাচগুলোর হাইলাইটস দেখছি আসলে কত স্কোর হতে পারে। আমাদের আগে টি-টোয়েন্টি, ফলে যেসব টি-টোয়েন্টি ম্যাচ ওরা খেলেছে, সেগুলো আমি দেখছি। যতটা ধারণা নেওয়া যায় ম্যাচগুলো দেখে।

আগামী ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১০ জুলাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম