Logo
Logo
×

খেলা

মেয়াদ বাড়ল নান্নু-সুমনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২২, ০৪:৫২ পিএম

মেয়াদ বাড়ল নান্নু-সুমনের

আগামী বছরের জুন পর্যন্ত জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমনের মেয়াদ বাড়ল।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এমন সিদ্ধান্ত হয়। 

সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের পদত্যাগের পর ২০১৬ সালে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পান মিনহাজুল আবেদীন নান্নু। তার সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয় হাবিবুল বাশার সুমনকে।

২০১৯ সালের বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডসকে চুক্তি শেষ হওয়ার আগেই বিদায় করে দেয় বিসিবি। সেই সময়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমনকে ছাঁটাই করা নিয়েও গুঞ্জন রটে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর সিনিয়র সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সদ্য শেষ হওয়া শ্রীলংকা সিরিজে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাজ করেছেন তারা।

বৃহস্পতিবার বোর্ড সিদ্ধান্ত নিয়েছে নান্নু-সুমনের মেয়াদ আগামী জুন পর্যন্ত বাড়ানোর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম