Logo
Logo
×

খেলা

বিফলে গেল নাজমুলের ৫ উইকেট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৭:৩০ পিএম

বিফলে গেল নাজমুলের ৫ উইকেট

শক্তিশালী লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বড় জয় পেয়েছে মোহামেডান। মাশরাফির দলকে ৮০ রানে হারিয়ে দিয়েছে রিয়াদের মোহামেডান।

ম্যাচে দারুণ বল করেছেন মোহামেডানের নাজমুল ইসলাম অপু। ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন এ স্পিনার।

কিন্তু বিফলে গেল নাজমুলের এই কীর্তি। কেবল তারই ব্যক্তিগত সাফল্য বাড়ল। কারণ এ জয়ের পরও সুপার লিগে উঠতে পারল না তার দল তাদের।

এই জয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেলেও  হেড টু হেড বিবেচনায় সুপার লিগের টিকিট নিশ্চিত করেছে গাজী গ্রুপ ও রূপগঞ্জ। 

সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩০৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মাহমুদউল্লাহ রিয়াদের মোহামেডান। 

জবাবে ২২৭ রানে গুটিয়ে গেছে মাশরাফি বিন মর্তুজার রূপগঞ্জ।

৩০৮ রানের বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। ১০২ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয় নিশ্চিত হয়ে যায় তাদের।

তবে চার নম্বরে নামা নাইম ইসলাম একাই লড়েছেন। 

১১৮ বলে ৮ বাউন্ডারিতে ৮০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। 

আট নম্বরে নেমে ঝড়ো ইনিংস খেলেন মাশরাফি। ১৬ বলে ১ চার আর ৪ ছক্কায় ৩০ রান করেন নড়াইল এক্সপ্রেস। 

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম