Logo
Logo
×

খেলা

পা দিয়ে বেল ফেলে দিলেন বোলার, এরপরও রানআউট ব্যাটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৫:৫৪ এএম

পা দিয়ে বেল ফেলে দিলেন বোলার, এরপরও রানআউট ব্যাটার

‘বির্তকিত’ এক রানআউটের সাক্ষী হলো আইপিএল।  আর সেই আউটের কারণেই ঘুরে যায় ম্যাচেরভাগ্যের মোড়। 

শনিবার রাতের সেই ম্যাচে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়েছে নতুন দল গুজরাট টাইটানস।

ম্যাচে গুজরাটের ৬ উইকেটে ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি। 

এর পর অধিনায়ক ঋষভ পন্তের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যেতে থাকেন ললিত যাদব।  একটা সময় মনে হচ্ছিল ম্যাচ জয়ের ভাগ্য দিল্লির দিকেই গড়াচ্ছে।

কিন্তু ১২তম ওভারে ঘটল সেই বির্তকিত ঘটনা। 

এক্ষেত্রে ভাগ্যের জোরে ললিত যাদবকে সাজঘরে ফেরাতে সক্ষম হন বিজয় শঙ্কর। নাহলে তাঁর ভুলের মাশুল দিতে হতে পারত গুজরাট টাইটানসকে।

গুজরাটের ৬ উইকেটে ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে। তবে তার পরেই ক্যাপ্টেন ঋষভ পন্তের সঙ্গে জুটি বেঁধে ললিত যাদব দিল্লিকে টেনে নিয়ে যেতে থাকেন। পন্ত ও ললিত যখন ব্যাট করছিলেন, দিল্লির জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়া অসম্ভব মনে হয়নি। তবে ১২তম ওভারে ঘটে বিপর্যয়।

১১.৪ ওভারে বিজয় শঙ্করের ডেলিভারি লেগসাইডে ঠেলে দিয়ে রান নেওয়া চেষ্টা করেন পন্ত। 

কিন্তু বল সরাসরি ফিল্ডার অভিনব মনোহরের হাতে চলে যাওয়ায় ললিতকে রান নিতে মানা করেন পন্ত। তবে ততক্ষণে ললিত অনেকটা বাইরে চলে গেছেন।

মনোহর বল বোলার শঙ্করের হাতে ছুঁড়ে দেন। তবে বিজয় শঙ্কর বল ধরার আগেই স্টাম্পে পা লাগিয়ে বসেন। ফলে একটি বেল পড়ে যায়। 

এরপর শঙ্কর বল ধরে স্টাম্প ভেঙে দেন। টেলিভিশন রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার ললিতকে আউট ঘোষণা করেন।

আউটটি দেখুন - 

 

অনেকে একে আউট বল মানতে রাজি নন।  তবে আরেকটি বেল যথাযথ জায়গায় থাকায় একে আউট দিয়েছেন রিপ্লে দেখে। 

পন্তের সঙ্গে ললিতের ৬১ রানের জুটি ভেঙে যায়। ম্যাচে ললিতের ওই রানআউটই ছিল টার্নিং পয়েন্ট।  এরপর আর কোনো ব্যাটার সেভাবে দাঁড়াতে পারেননি। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি।  ১৭১ রানের তাড়ায় ৯ উইকেটে ১৫৭ রানে থেমে যায় দিল্লির ইনিংস।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম