যে কারণে সাকিবকে টুপি খোলা অভিনন্দন জানালেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৭:৩৪ এএম
দেশের প্রতি সাকিব আল হাসানের নিবেদনের জন্য তাকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
অনেক নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলার পরই সাকিব জানতে পারেন তার ছেলে-মেয়ে, মা ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ক্রাইসিস মুহূর্তে সাকিবকে তার পরিবারের পাশে থাকার জন্য দেশে ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেয় ক্রিকেট বোর্ড।
কিন্তু ঐতিহাসিক সিরিজ জয়ে অবদান রাখার জন্য দক্ষিণ আফ্রিকায় থেকে দেশে না ফিরে তৃতীয় ওয়ানডে খেলেন সাকিব। আফ্রিকার মাঠে ২০ বছর পর প্রথম ম্যাচ জয় এবং ঐতিহাসিক সিরিজ জয়ে সাকিবের এমন নিবেদনে তাকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা ক্রিকেটার মাশরাফি বলেন, সাকিবের বাসার ৪-৫ জন অসুস্থ ছিল। আমাদের অবশ্যই সাকিবের ত্যাগটা দেখতে হবে। সে চাইলে চলে আসতে পারত। সে থেকে গিয়ে দলকে সমর্থন দিয়েছে। এটা অবিশ্বাস্য, কারণ এক-দুইজন না, সবাই অসুস্থ ছিল।
জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও বলেন, সবচেয়ে বড় ব্যাপার সে সিরিজটা জিততে চেয়েছিল। এটা কিছুটা স্বার্থপরের মতো বলা হয়ে যাবে, আমার দৃষ্টিকোণ থেকে। কারণ দিন শেষে তার পরিবারের সবাই অসুস্থ ছিল। দিন শেষে এটা সাকিবের সিদ্ধান্ত ছিল। সাকিব দুই দিক সামলে দারুণভাবে নিতে পেরেছে- এটা আমি মনে করি হ্যাটস অফ টু সাকিব।
প্রসঙ্গ, সাকিবের মা শিরিন আক্তারের হার্টের অবস্থা খারাপ হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। বড় মেয়ে আলাইনা হাসান অব্রিও ভুগছেন সর্দি-জ্বরে। আর সাকিবের ক্যানসার আক্রান্ত শাশুড়ি চিকিৎসাধীন আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।