Logo
Logo
×

খেলা

পাকিস্তানের পর ভারতকেও শাস্তি দিল আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৭:২০ পিএম

পাকিস্তানের পর ভারতকেও শাস্তি দিল আইসিসি

পাকিস্তানের পর ভারতকেও শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ‘গড়পড়তার চেয়েও খারাপ’ রেটিং পাওয়ায় রাওয়ালপিন্ডির মতো বেঙ্গালুরু ভেন্যুকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। 

চলতি মাসের শুরুতে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টের উইকেট নিয়ে বেশ সমালোচনা হয়। আইসিসির কাছ থেকে ভালো রেটিং পায়নি রাওয়ালপিন্ডি ভেন্যু। 

একই অবস্থা চিন্নাস্বামী স্টেডিয়ামে সদ্য শেষ হওয়া ভারত-শ্রীলংকা ম্যাচের পিচ। চিন্নাস্বামীর উইকেটকেও ‘গড়পড়তার নিচে’ রেটিং দিয়েছে আইসি। আইসিসির ম্যাচ রেফারি ও সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ এ রেটিং দিয়েছেন। 

উইকেট নিয়ে পর্যবেক্ষণমূলক প্রতিবেদনে শ্রীনাথ লিখেছেন- প্রথম দিনেই পিচে অনেক ঘূর্ণি ছিল। যদিও আমার চোখে সেশন যত গড়িয়েছে, পিচের মান তত ভালো হয়েছে, তবে ব্যাট ও বলের লড়াইয়ে সমতা থাকেনি।

আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার নতুন সংশোধনী অনুযায়ী, যে ভেন্যুর পিচ ‘গড়পড়তার নিচে’ রেটিং পাবে, সেই ভেন্যুকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। পিচ ‘বাজে’ রেটিং পেলে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে তিনটি, আর ‘খেলার অযোগ্য’ রেটিং পেলে ডিমেরিট পয়েন্ট পাঁচটি। 

একটি রেটিংয়ের কারণে পাওয়া ডিমেরিট পয়েন্ট ঘূর্ণমান ভিত্তিতে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। আর এ পাঁচ বছরের মধ্যে যদি সব মিলিয়ে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায় কোনো ভেন্যু, সেক্ষেত্রে এর পরের ১২ মাস সেখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম