শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু। এই সিরিজ থেকেই প্রোটিয়া কিংবদন্তি ক্রিকেটার অ্যালান ডোনাল্ডকে পাশে পাচ্ছেন টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে অনুশীলনের প্রথম দিনেই ভালো লেগেছে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের।
নতুন কোচের কাজে মুগ্ধ তাসকিন জানান, ডোনাল্ড বোলিংয়ের মৌলিক বিষয়গুলো নিয়ে বলছেন। সঙ্গে আফ্রিকার ভিন্ন ভেন্যুর ভিন্ন আচরণ বোঝানোর চেষ্টা করেছেন। আজ আমরা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুশীলন করলাম। তিনি বললেন, এটা অনেক হাইস্কোরিং গ্রাউন্ড। এখানে কেমন বোলিং করলে ভালো হয়- এগুলো নিয়েই আলাপ করেছেন।
তাসকিন আরও বলেন, কৌশল অনুযায়ী ব্যাটারদের বল করতে হবে...নতুন বলে একরকম, মাঝখানের ওভারগুলোয় আরেকরকম, ডেথ ওভারে আরেকটু ভিন্নতা যুক্ত করতে হবে। মিক্সআপ বোলিং করতে হবে। ডোনাল্ডকে ভালো লেগেছে অবশ্যই। আজ তো প্রথম দিন। এক দিনে তো কিছু বোঝা যায় না। তাও ভালো লেগেছে।
জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৮৮ ম্যাচে অংশ নিয়ে ১০৫ উইকেট শিকার করা তাসকিন আরও বলেন, আমাদের দলের পরিবেশ বেশ ভালো। সবাই চেষ্টা করছে। আশা করছি সিরিজে ভালো করার, এমন সুন্দর প্রক্রিয়ায় থাকলে ভালো কিছু হবে।