Logo
Logo
×

খেলা

টিটুকে বরখাস্ত করল শেখ রাসেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১০:৫৪ পিএম

টিটুকে বরখাস্ত করল শেখ রাসেল

দেশের জনপ্রিয় ফুটবল কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্ত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। 

রোববার ক্লাবটির ফুটবল স্ট্যান্ডিং কমিটির এক সভায় হেড কোচ সাইফুল বারী টিটু ও ম্যানেজার ওয়াসিম ইকবালকে বরখাস্তের সিদ্ধান্ত হয়। 

ক্লাবটির পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম বলেন, আমাদের দলটি ভালো। এরপরও ফলাফল নেই। সেই ব্যর্থতার দায়ে কোচ ও ম্যানেজারকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। 

কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্তের সিদ্ধান্ত হলেও তার সহকারী জুলফিকার মাহমুদ মিন্টুকে রেখে দেয়ার পরিকল্পনা ক্লাবটির। এ ব্যাপারে সালেহ জামান সেলিম বলেন, নতুন কোচ না আসা পর্যন্ত মিন্টুই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বপালন করবেন। ম্যানেজার হিসেবে হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

ম্যানেজারকে বাদ দেয়ার কারণ সম্পর্কে শেখ রাসেলের ক্রীড়া পরিচালক বলেন, তিনি ক্লাবে তেমন সময় দিতেন না। সময় না দেওয়ার জন্যই তাকে আমরা বিদায় জানাচ্ছি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম