Logo
Logo
×

খেলা

নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন পাকিস্তানের পেসার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫০ পিএম

নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন পাকিস্তানের পেসার

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হন মোহাম্মদ হাসনাইন। 

বোলিং অ্যাকশন পরীক্ষার পর অবৈধ ঘোষণা করা হয়েছে তাকে। ফলে পাকিস্তানের চলমান পিএসএলে তিন ম্যাচ খেলার পর আর সুযোগ পাচ্ছেন না কোয়েটা গ্যালাডিয়েটর্সের এই তারকা পেসার।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণার পর পাকিস্তানের এই তরুণ পেসার বলেন, আমি কখনো এমনটি আশা করিনি। আমি প্রথমবারের মতো এমন একটি কল পেয়েছি, আমার কোনো ধারণাই ছিল না যে এই জিনিসটি ঘটছে। 

পাকিস্তানের হয়ে ১৮টি ওয়ানডে আর ৮টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ২৯ উইকেট শিকার করেন হাসনাইন। ২১ বছর বয়সী এই তরুণ পেসার বলেন, পিএসএলে নিষিদ্ধ হওয়ায় আমার জন্য বেশ খারাপ হলো। তবে আমি আশা করছি শীঘ্রই আমার দুর্বলতা শুধরে পেশাদার ক্রিকেটে ফিরতে পারব।

আইসিসির নিয়মানুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে হাসনাইনকে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অনুমতি দিতে পারত। কিন্তু আগেও এমন ঘটনায় পিসিবি ঘরোয়া ক্রিকেটেও বোলিং করার অনুমতি দেয়নি এবং হাসনাইনের ক্ষেত্রেও তাই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

ফলে চলমান পিএসএলে আর খেলা হচ্ছে না তার। হাসনাইন এখন একজন স্থানীয় কোচের অধীনে তার বোলিং অ্যাকশন শুধরানোর জন্য কাজ করবেন।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম