Logo
Logo
×

খেলা

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৫ এএম

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

ফাইল ছবি

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। 

বুধবার এ সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট। ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বিষয়টিকে নিজেদের জন্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে দক্ষিণ আফ্রিকার বোর্ড।

সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই।

সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ দিয়ে আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে পোর্ট এলিজাবেথে আগামী ৮ এপ্রিল থেকে।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি- 
১৮ মার্চ  প্রথম ওয়ানডে, সেঞ্চুরিয়ন
২০ দ্বিতীয় ওয়ানডে, জোহানেসবার্গ
২৩ মার্চ তৃতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ন

টেস্ট ম্যাচ-
৩১ মার্চ – ৪ এপ্রিল : ১ম টেস্ট, ডারবান
৮ এপ্রিল – ১২ এপ্রিল : ২য় টেস্ট, পোর্ট এলিজাবেথ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম